বিক্রি হওয়া শিশুকে আদালতের নির্দেশে ফিরে পেলেন মা মহানগরে সময়
অর্থের লোভে মাদকাসক্ত বাবা এক শিশু সন্তানকে বিক্রি করলেও, আদালতের নির্দেশে তাকে কোলে ফিরে পেলেন মা। তিনমাস আগে শিশুটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়া হয়।
সন্তানকে ফিরে পেয়ে গর্ভধারিনী মা আনন্দে আত্মহারা হলেও কিছুতেই কান্না থামছেনা পালক মায়ের। ঘটনা তদন্ত করে শিশু বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
৩ মাস পর এই মা খুঁজে পেয়েছেন আদরের সন্তানকে। পরম মমতায় একটু একটু করে বড় করা সন্তানকে টাকার বিনিময়ে অন্য পরিবারের কাছে বিক্রি করে দেন মাদকাসক্ত বাবা। এরপর থেকে প্রতিদিন সন্তানকে খুঁজে বেড়িয়েছেন মা নুসরাত জাহান।
কয়েকদিন আগে নুসরাত জানতে পারেন এক নিঃসন্তান দম্পতির কাছে বড় হচ্ছে তার মেয়ে হাফছা মারজান। সন্তানের খোঁজ পাওয়ার পর স্বামী ও পালক বাবাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। শুনানি শেষে গর্ভধারিনী মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দেয়ার আদেশ দেন আদালত।
তিন মাস ধরে শিশুটিকে পরম আদরে পালন করেছেন রাশেদা-সেকান্দার দম্পতি। শিশুটিকে ফিরিয়ে দিয়েছেন ঠিকই। কিন্তু কিছুতেই থামছে না তার কান্না।
শিশুটিকে কি কারণে বিক্রি করা হয়েছিলো তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৪শে এপ্রিল ১১ মাস বয়সী শিশু হাফছা মারজানকে বিক্রি করে দেয় বাবা মো. আসলাম । বর্তমানে সে কারাগারে আছে।