যশোরের তিন উপজেলার মানুষ পানিবন্দি
নদ-নদীর পানি বাড়তে থাকায় যশোরের তিন উপজেলার পানিবন্দি মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। তবে নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। এদিকে, ফেনীর বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। অপরিবর্তিত রয়েছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার বেশিরভাগ ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে। বন্যার প্রভাবে বেড়ে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।
সেইসঙ্গে বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বন্যার্তদের দুর্ভোগ আরো বেড়েছে। সরকারিভাবে কয়েক জায়গায় সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
এদিকে, মৌলভীবাজারের হাকালুকি হাওরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কাউয়াদীঘি এলাকার পানি আরো বেড়েছে। এক মাসেরও বেশি সময় ধরে পানিবন্দি থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানের জনজীবন।
বন্যার পানি নেমে যেতে শুরু করেছে ফেনীর বিভিন্ন এলাকা থেকে। তবে এসব এলাকায় বেড়েছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ।