গাংনীতে আওয়ামীলীগ কর্মী হত্যাকা্েন্ডর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা
এম এ লিংকন,মেহেরপুর: মেহেরপুরের গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে আওয়ামীলীগ কর্মী এনামুল হক নুইলো হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার নিহত এনামুল হক নুইলো’র বড় ভাই কাথুলী ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত একজন কে গ্রেফতার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এনামুল হক নুইলো হত্যাকান্ডের ঘটনায় মামলা গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৪ তাং ৩০-০৭-১৭ ইং। এদিকে আবারো নতুন করে হামলা পাল্টা হামলার আশংখায় লক্ষীনারায়নপুর ধলা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য ঃ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এনামুল হক নুইলো নওয়াপাড়া পাড়া বাজার থেকে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নওয়াপাড়া ঈদগাঁ পাড়া এলাকায় ৮/১০ জন চিহিৃত সন্ত্রাসী সড়কে দুই পাশের গাছের সাথে দড়ি বেঁেধ তার পথরোধ করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে তারা কুপিয়ে আহত করে এনামুল হক নুইলো কে। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে তিনি মারা যান। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।