আগাম জাতীয় সংসদ নির্বাচনে মেতে উঠেছে শার্শার সম্ভাব্য প্রার্থীরা
শার্শা (যশোর) প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন দেড় বছর বাকী থাকলেও এই নির্বাচনকে ঘিরে প্রার্থী হতে শার্শায় রাজনীতি এখন সরগরম। ক্ষমতাসীন আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি সম্ভাব্য প্রার্থীরা তৃণমূল পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। যশোরের শার্শার ৮৫-১, আসনে আগামী নির্বাচনে মনোনয়ন পেতে মাঠ চষে বেড়াচ্ছে তারা। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চালাচ্ছেন গণসংযোগ। সমান্তরাল ভাবে চলছে কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে লর্বিং। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী হিসাবে আছেন বর্তমান এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন এবং প্রতিদন্ধি হিসাবে কেন্দ্রিয় লর্বিং গ্রুপি চালিয়ে যাচ্ছে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, সাবেক এসপি আব্দুল মাবুদ, আব্দুল মান্নান মিন্নু। বিএনপিজোটের সম্ভাব্য প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, জামায়াত ইসলামের সাবেক জেলা আমীর মাওলানা আজিজুর রহমান, বিএনপি থেকে বহিস্কৃত নেতা মফিকুল হাসান তৃপ্তির নাম শোনা যাচ্ছে। জাতীয় পার্টি আব্দুস সবুর। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা প্রকাশ্যে গণসংযোগ, ফেস্টুন ব্যানার, বিলবোর্ড লাগিয়ে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। অন্যদিকে বিরোধী দলীয় সম্ভাব্য প্রার্থীরা প্রকাশ্যে পুলিশী বাধায় ফেস্টুন ব্যানার, বিলবোর্ড, গণসংযোগ মাধ্যমে প্রচার করতে না পারলেও তাহারা বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তারা তাদের প্রার্থীতা তৃণমূলের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে শার্শা সংসদীয় আসনে তৎপর রয়েছে। নির্বাচনের দিনক্ষন ঠিক না হলেও প্রার্থীরা মনোনয়ন যুদ্ধে অবর্তীণ হয়েছে।