৫৭ ধারা অপপ্রেয়াগ রোধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কাদের
আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রেয়াগ রোধে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হস্তক্ষেপ চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের চেয়ে এর অপপ্রয়োগ ঠেকানো জরুরি বলে জানান তিনি।
আইসিটি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ রোধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তুচ্ছ কারণে এ ধারার অপপ্রয়োগ সঠিক নয়।
মন্ত্রী বলেন, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য ৫৭ ধারা করা হয়েছিল কিন্তু তুচ্ছ কারণে এর অপপ্রয়োগ করা হচ্ছে কি না সেটি খতিয়ে দেখতে হবে।
এ সময় আগামী নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়টি সংবিধান অনুযায়ী হবে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অহেতুক সেনাবাহিনীকে বিতর্কে জড়ানো উচিত নয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দাবি-দাওয়া নির্বাচন কমিশনে গিয়ে তুলে ধরুক দলটি।
উত্তরার উত্তর থেকে পল্লবী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার মেট্রোরেলের প্রথম ধাপের ১২ কিলোমিটারের কাজ শেষ হবে ২০১৯ সালে।
সকালে মেট্রোরেলের নবম স্টেশন আগারগাঁওয়ে উড়ালপথ ও স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের। এসময় তিনি জানান, হলি আর্টিজানে হামলায় এ প্রকল্পের সাতজন পরামর্শক নিহত হওয়ায় কাজের সময় কিছুটা পিছিয়ে যায়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার অপপ্রয়োগ রোধে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
মন্ত্রী সময় খুলনার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রসঙ্গত: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর বিতরণ করা একটি ছাগলের মৃত্যুর খবর ফেসবুকে শেয়ার করার কারণে গ্রেপ্তার করা সাংবাদিক আবদুল লতিফ মোড়ল।
পরে তিনি আদালতের মাধ্যমে জামিন পান। বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবিন পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।