সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পেরিয়ে দেশের ভেতরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ঢুকতে না পারে সেজন্য নজরদারি বাড়িয়েছে— বলেন জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।
চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সফলতা তুলে ধরতে বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবুল হোসেন বলেন, এবার কোরবানির ঈদ উপলক্ষে বৈধভাবে ভারতীয় গরু দেশে আনা যাবে। আর মাদক পাচার রোধে গডফাদারদের চিহ্নিত করতে যৌথবাহিনীর সমন্বয়ে কাজ করা হবে। এতে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা পাওয়া গেলে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
আগের জাতীয় নির্বাচনগুলোতে অবৈধ অস্ত্রে ব্যবহার বাড়ে উল্লেখ করে তিনি বলেন, এবার সীমান্তে কঠোর নজরদারিসহ বিজিবির সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানান ডিজি।
সীমান্তে হত্যা বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি মহাপরিচালক।