দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে: ধর্মমন্ত্রী
ধর্ম মন্ত্রণালয়ের হস্তক্ষেপে হজ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। বৃহস্পতিবার সকালে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মতিউর রহমান বলেন, যেসব হজ এজেন্সির কারণে জটিলতা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং জরিমানা করা হবে।
প্রায় অর্ধেক হজ যাত্রী ভিসা পাননি— উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতিটি হজ যাত্রীকে যথাসময়ে পাঠানোর চেষ্টা করছে। দেরিতে হলেও সবাই যেতে পারবেন।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে ২০টি অতিরিক্ত ফ্লাইটের জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী।