মেরুকরণ হবে রাজনীতিতে নতুন জোট হবে -এটাই রাজনীতি: কাদের
রাজনীতিতে শত ফুল ফুটছে— নতুন জোট হবে, মেরুকরণ হবে—এটাই তো রাজনীতির নিয়ম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর সোবহানবাগে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী এক আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গতকাল বুধবার রাতে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে কয়েকজন রাজনীতিকের বৈঠকের বিষয়ে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি উত্তর দেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে নতুন নতুন জোট তৈরি হবে এটাই স্বাভাবিক- এটাই রাজনীতির সৌন্দর্য। নির্বাচনের আগে গ্রুপিং হবে, নতুন নতুন জোট তৈরি হবে। এসব জোট কৌশলগত, আদর্শগত নয়। তারা তো ওখানে বসে ষড়যন্ত্র করছেন না। তবু শেষ পর্যন্ত না দেখে এসব জোট সম্পর্কে কিছু বলা যাবে না।
এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে কেন বাধা দেয়া হলো, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর আগের বিষয়টি দলের কেন্দ্রীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হয়নি। কোনো অতি উৎসাহী সেটা করে থাকতে পারে।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন ‘সময় হলেই তারা মহাজোট থেকে বের হয়ে যাবেন’ এটা কিভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখনতো মহাজোট নেই, তাহলে ভাঙবে কি করে? এখন আছে ঐক্যমতের সরকার। এ সরকারের তাদের তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। এরশাদ সাহেব নিজে তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসাবে পতাকাবাহী গাড়িতে যাচ্ছেন। তারা সরকারে স্বেচ্ছায় এসেছেন। এখন যদি তারা বের হয়ে যেতে চান, আমরা বাধা দিব না।
তিনি বলেন, আমরা এমন কোন সংকটে পড়েনি, যে তারা চলে গেলে আকাশ ভেঙে পড়বে। আমরা জনগণের মহাজোটে বেশি বিশ্বাসী।