ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ক্ষুদ্ধ সরকার
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে ক্ষুদ্ধ সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।
এ রায়ের অনেক বক্তব্যকে আপত্তিকর বলেও অভিহিত করেছেন তারা। এ সব মন্তব্য প্রত্যাহারের জন্য সরকারের পক্ষ থেকে প্রধান বিচারপতির বরাবর লিখিত আবেদন করারও সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সোমবারের মন্ত্রিসভার বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় উঠে আসে সম্প্রতি ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়।
সূত্রে জানা যায়, প্রায় দুই ঘন্টার আলোচনায় আইনমন্ত্রী আনিসুল হক রায়ের কপি উথ্থাপন করেন, তিনি রায়ের বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে পঞ্চম ও ষষ্ঠ সংশোধনীও টেনে আনা হয়েছে, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক।
এমনকি ২০১৪ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে রায়ে। এর বাইরে অনেক আপত্তিকর বিষয় আনা হয়েছে বলে তুলে ধরেন আইনমন্ত্রী। তাই আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন আইনমন্ত্রী।
জানা যায়, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সায় দিয়েছেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেছেন, রায়ের যেসব জায়গায় আপত্তিকর বিষয় উল্লেখ করা হয়েছে, তার সঠিক চিত্র জনগণকে জানাতে হবে।
ওই সময় উপস্থিত সব মন্ত্রি প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রীরা রায়ের বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনে নতুন আইন প্রণয়নের বিষয়েও একমত হন তারা।
১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। রায় প্রকাশের পর থেকে এ নিয়ে সরকারের মধ্যে নানা আলোচনা সমালোচনা হয়ে আসছে।