ভোটার তালিকায় অর্ন্তভূক্তি চায় ভূমিহীন মুক্তিযোদ্ধার ভাই লব চন্দ্র রায়
চট্টগ্রাম ব্যুরো : ভোটার তালিকায় অর্ন্তভূক্তি চায় ভূমিহীন মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়ের ছোট ভাই লব চন্দ্র রায়। নগরীর ২০ নং দেওয়ান বাজারস্থ মৃত ললিত মোহন রায়ের বসতভিটা পাকিস্তান আমলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য অধিগ্রহন করা হয় । ২০০২ সালে উক্ত জায়গার মালিকদের উচ্ছেদ করা হলে ভূমিহীন হয়ে পড়ে ললিত মোহন রায়ের পরিবার । তিনি ৩১ শে অক্টোবর ২০০০ সালে মৃত্যুবরন করেন ।
জানা যায় মৃত ললিত মোহন রায়ের তিন ছেলে ২ মেয়ে । বড় ছেলে দুলাল চন্দ্র রায় একজন মুক্তিযোদ্ধা । তিনি বোয়ালখালী ভূমি জারিকারক হিসেবে চাকরী থেকে অবসর নিয়েছেন । ২য় ছেলে খোকন চন্দ্র রায় কাপ্তাই নৌবাহিনী হাসপাতালে কর্মরত । ৩য় ছেলে লব চন্দ্র রায় চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভগিরতের বাড়ীতে ১৫ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছে । তিনি দিন মজুরী করে জীবিকা নির্বাহ করেন । তার ১ মেয়েকে বিয়ে দিয়েছেন । অপর ১ ছেলে ২ মেয়ে চন্দনাইশে অধ্যয়নরত ।
দিনমজুর লব চন্দ্র রায় জানান পূর্বপুরুষের বসত ভিটা সরকার হুকুম দখল করলে আমরা ভূমিহীন হয়ে পড়ি । ১৫ বছর ধরে আমার পরিবার নিয়ে চন্দনাইশে ভাড়া বাসায় বসবাস করছি । দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করার কারনে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত না হওয়ায় বিভিন্ন সমস্যায় সন্মুখীন । তিনিসহ পরিবারের ৫ সদস্য স্ত্রী লক্ষী রায়, ছেলে রিপন রায়, মেয়ে মিতা রায় ও গীতা রায়কে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করার আকুতি জানিয়েছেন ।