হজযাত্রী না পাওয়ায় আরো দুটি ফ্লাইট বাতিল
আবারো হজযাত্রী না পাওয়ায় বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরো দুটি হজ ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ।
বাতিল হওয়া বিজি-৫০৪৫ ফ্লাইটটির ভোর ৫টায় ও বিজি-৩০৫৩ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
এরইমধ্যে ভিসা-টিকিট, মোয়াল্লেম ফি, সৌদি সরকারের নির্ধারণ করা দুই হাজার রিয়াল, হজ এজেন্সিগুলোর ভিসার আবেদন না করাসহ নানা জটিলতায় বিমান ও সৌদি এয়ারলাইন্সকে বাতিল করতে হয়েছে এ পর্যন্ত ২৩টি ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, পর্যাপ্তসংখ্যক হজযাত্রী না পাওয়ায় ফ্লাইট দুটি বাতিল করতে হয়েছে।
গত ২৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ে। এবছর হজে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এ পর্যন্ত হজের উদ্দশ্যে জেদ্দা পৌঁছেছেন প্রায় পঞ্চাশ হাজার হজ যাত্রী।