'১০ দিনের মধ্যে মহাসড়কগুলো যান চলাচল উপযোগী করা হবে'
কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে দেশের সব মহাসড়ক যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ পরিদর্শন কালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, আমি জানিয়ে দিচ্ছি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের মন্ত্রণালয়ের আওতায় যত রাস্তা আছে তা চলাচলের উপযোগী করতে হবে। না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মহাসড়কের সংস্কারকাজে গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় মহাসড়কের বেহাল দশা পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন। এছাড়া, রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রওশন আলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নির্দেশ দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জে মহাসড়ক সংস্কারের জন্য ৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও সঠিকভাবে কাজ না করায় জনগনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।