বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: মির্জা ফখরুল
ষোড়শ সংশোধনী বাতিলের রায় পরিবর্তনের জন্য সরকার বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
দলের মহাসচিব বলেন, প্রধান বিচারপতির বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কৈঠকের যে খবর পত্রিকায় এসেছে তাতে আমরা উদ্বিগ্ন।
সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আপনি তো এখন প্রধান বিচারপতির ওপরে চাপ সৃষ্টি করছেন জোর করে তাকে দিয়ে রায় পরিবর্তন করানোর জন্য আপনারা প্রকাশ্যে বলছেন।
ফখরুল বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কী করবে আমরা জানি না, প্রধান বিচারপতি কী করবেন আমরা জানি না। বাংলাদেশের জনগণ কখনো আপনাদের (সরকার) এ অন্যায় মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সকল দুঃশাসনকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
সোজা পথে এসে সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করলে সরকার পালানোর পথ পাবে না বলে জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের স্তম্ভগুলোকে ধ্বংস না করে, বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি না করে সোজা রাস্তায় আসুন, সোজা পথে ফিরে আসুন, সিধা পথে চলুন।
মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা প্রধান বিচারপতিকে নিয়ে নানা অবমাননাকর বক্তব্য দিচ্ছেন।
গতকাল রাতে প্রধান বিচারপতির বাসায় ওবায়দুল কাদেরের বৈঠকের খবরে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।