বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থানে সরকার: রিজভী
ষোড়শ সংশোধনীর রায় সরকারের বিপক্ষে যাওয়ায় তারা বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্যকে অনৈতিক বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব।
রিজভী বলেন, সরকারের এমপি-মন্ত্রী ও আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্যকে ধৃষ্টতা ও আদালত অবমাননার শামিল। সরকার টিকে আছে বন্দুকের জোরে।
এ সময় বিএনপির আরেক নেতা হাবিব উন নবী খান সোহেল বলেন, একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে।