জাতির জনকের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন হতে চলেছে
অাবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) কাদোঁ বাঙ্গালী কাদোঁ” ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আলোচনা সভায় সভাপতি রাখাল শর্ম্মার বক্তব্যে পরাধীনতার গ্লানিতে বার বার উচুট খেয়েছিলাম ,সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন যা ছিল তা বাস্তবায়ন হতে চলেছে। হয়তোবা তিনি আমাদের মাঝে বেঁচে নেই, তিনি ভোরের কাক দোয়েল বেশে আমাদের মাঝে বেঁচে আছেন।
৭১এর পরাজিত শক্তিরা ও আন্তর্জাতিক ষড়ডন্ত্রকারীরা আবারও এই দেশে অপপ্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কদম মোবারক এম ওয়াই হাই স্কুলের প্রধান শিক্ষক দুলাল বড়–য়া এ কথা বলেন। কিস্তু এই সব অপপ্রয়াস আর হতে দেয়া যাবে না বলে হুশিয়ার করে দেন তিনি। ১৩ আগষ্ট সন্ধ্যা ৭ টায় নগরীর একটি স্কুল প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন। তিনি আরো বলেন এই মুহূর্তে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিকে আরো বেগবান করতে হবে।
এতে আরো বক্তব্য সংগঠনের সহ-সভাপতি অজয় কুমার চন্দ, সাধারণ সম্পাদক মিহির দেওয়ানজী, সাংস্কৃতিক সম্পাদক সুকুমার দে, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, সংগীত পরিচালক অচিন্ত কুমার দাশ, জাফর আহমদ, প্রীতি চৌধুরী, নারায়ন দাশ, লুপর্ণা মুর্শিদী, দোলন সাহা, সুচয়ন দে, এড. অশীম শর্ম্মা, মুমু দেওয়ানজী, সৃষ্টি, মৈত্রী দেওয়ানজী, মৌসুমী শর্ম্মা, বৃষ্টি, ফাহমিদা, মো. ইব্রাহিম, সমীরন পাল প্রমুখ। অনুষ্ঠান শেষে জাতির জনকের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়াও মাগফেরাত কামনা করা হয়।