তেঁতুলিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত
পঞ্চগড় প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচন সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস এর নেতৃত্বে পরিষদ চত্বর হতে শোক র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদ সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, আওয়ামীলীগ সভাপতি ইয়াসিন আলী মন্ডল, সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, মডেল থানা অফিসার ইনচার্জ সরেস চন্দ্র প্রমুখ।
দিবসটি পালনে শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধু চেতনায় চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের হামদ-নাত, গজল ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু স্বপরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।#