বঙ্গবন্ধু’র খুনীদের স্থাবর সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে অস্থাবর সম্পদ খুঁজে বের করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী
আব্দুস সাত্তার, সাভার ও আশুলিয়াঃ
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের প্রচলিত আইনের মাধ্যমে বঙ্গবন্ধ’ুর খুনীদের বিচার সম্পূন্ন হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ছয়টার দিকে সাভার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার ডেন্ডাবর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সাভার উপজেলা আওয়ামীলীগরে উদ্যোগে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদানকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু’র খুনীদের স্থাবর সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে। অস্থাবর সম্পদ খুঁজে বের করা হচ্ছে। যারা বিদেশে পালিয়ে আত্মগোপণ করে আছে, তাদেরও বিচার করা হবে। এাছাড়া পালিয়ে থাকাদের অবস্থান সণাক্ত করা গেছে।
এতে উপস্থিত ছিলেন, প্রধান আলোচক আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহাম্মেদ, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান।
সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এর সভাপতিত্বে ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দারের পরিচলনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ মেহেদী মাসুদ মঞ্জু, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার, যুগ্ম-আহ্বায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া ও সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি জিএম নজরুল ইসলাম নীরবসহ আওয়ামী ও তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।