নীলফামারীতে সৈয়দপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে মানবিক সাহায্য সংস্থার ত্রাণ বিতরণ
শাহ মো: জিয়াউর রহমান,নীলফামারী সৈয়দপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ও বানভাসিদের মাঝে জরুরী ত্রাণ বিতরণ করেছেন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। ২০ আগষ্ট সকালে কামারপুকুর এমএসএস শাখা নং-৩০, এরিয়া নং-২১ এর কার্যালয় চত্বরে কামারপুকুর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ্য বানভাসিদের ৮৭টি পরিবারের মধ্যে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, সোয়াবিন তেল ৫০০ গ্রাম ও লবন ৫০০ গ্রাম বিতরণ করা হয়। উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান, মানবিক সাহায্য সংস্থার প্রোগ্রাম অফিসার যথাক্রমে জাহিদুল ইসলাম, মনছুর রহমান, এরিয়া ব্যবস্থাপক খাদেমুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচীর সম্বনয়কারী রিয়াজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান (আনু)। গত কয়েক দিনে প্রবল বর্ষন ও উজানের ঢলে সৈয়দপুর উপজেলার অনেক এলাকা তলিয়ে যায়। বন্যায় কামারপুকুরে কয়েকটি গ্রাম পানিতে তালিয়ে যায়। এসব গ্রামের লোকজন জীবন বাঁচাতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহন করেন। তাদের সাহায্যে সরকারসহ বেসরকারী সংস্থা ও ব্যক্তিগতভাবে অনেকে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় মানবিক সাহায্য সংস্থার ত্রাণ বিতরণ। তবে মানবিক সাহায্য সংস্থার ত্রাণ বিতরণ ছিল ভিন্ন রকম। তারাই প্রথম একগুলো সমগ্রীক প্রদান করেছেন বানবাসীদের। এসব ত্রান পেয়ে বানভাসীরা খুবেই খুশি হয়েছে। সংস্থার প্রোগ্রাম অফিসার জাহিদুল ইসলাম ও মনছুর রহমান বলেন, বানবাসীদের দুঃখ, কষ্ট দেখে সংস্থার প্রধান কার্যালয়ে তালিকা পাঠাই। সংস্থা তা অনুমোদন দিলে তাৎক্ষনিকভাবে বানভাসীদের মাঝে বিতরণের ব্যবস্থা করি। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সংস্থার পক্ষে এ সামান্য ত্রাণ বিতরণ করতে পেরে এবং তাদের কষ্টে শরিক হতে পেরে নিজেদের ধন্য মনে করছি। সংস্থার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।