আ’লীগ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করছে : মাহবুবুর রহমান শামীম
এম.রফিকুল ইসলাম (চট্টগ্রাম) : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চাকসু’র এ.জি.এস মাহবুবুর রহমান শামীম বলেছেন, ষোড়শ সংশোধনী রায় সরকারের বিপক্ষে যাওয়ায় আ’লীগের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত বিচার বিভাগ তথা প্রধান বিচারপতিকে নিয়ে যেভাবে বেফাঁস মন্তব্য করছে তাতে এদেশের জনগণ শঙ্কিত। সরকার এই রায় পরিবর্তনে বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ উঠেছে। এতে করে আ’লীগ দেশের বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে এদেশে গণতন্ত্রহীন জনগণের মনের কথা ফুটে উঠেছে। গণতন্ত্রকে পাশ কাটিয়ে যারা একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে এই রায়ে তাদের গাত্রদাহ হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদরা জনগণের টাকা খরচ করে সংসদে বসে প্রধানমন্ত্রীর গুণগান করে। গৃহপালিত বিরোধী দল নামে মাত্র সংসদে অবস্থান করে। সাংসদরা জনগণের কল্যাণে কিছুই করছে না। তিনি নির্বাচন কমিশনের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, সব দলকে নির্বাচনে আনতে ইসিকেই উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করতে হবে ইসিকে। সব দলকে নির্বাচনে আনতে না পারলে ইসির চলমান বর্তমান সংলাপ ব্যর্থ হবে। সরকারের ষড়যন্ত্রে পা দিলে সি.ই.সি নুরুল হুদাকে জনগণ ক্ষমা করবে না। তিনি সম্প্রতি সারাদেশসহ গতকাল মীরসরাইতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে আ’লীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সরকারকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চাকসু’র এ.জি.এস মাহবুবুর রহমান শামীম নগরীর দোস্ত বিল্ডিং-এ বৃহত্তর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন। ফোরামের প্রবীণ সদস্য মো: হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও মহিলা দলের নগর সভানেত্রী মনোয়ারা বেগম মনি। ফোরামের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ফোরামের সভাপতি এস.এ. কালাম, নগর বিএনপি’র সদস্য ইঞ্জি: মেজবাহ উদ্দিন রাজু, মহিলা দলের যুগ্ম সম্পাদিকা ছখিনা বেগম, চবি ছাত্রদলের সহ-সভাপতি আবুল বাশার সোহাগ, ফোরামের সদস্য মোহাম্মদ হোসেন, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, ইসমাইল গাজী, জাহাঙ্গীর হোসেন, বাকের হোসেন, কেফায়েত উল্লাহ জাহেদ, শহিদুল ইসলাম, এড. তুহিন, মো: জাবেদ, মো: হেলাল প্রমুখ।