এখনো ভিসার আবেদন জমা পড়েনি প্রায় ১ হাজারের মতো
কমে আসছে হজ ফ্লাইটের নির্ধারিত সময়—শেষ ৮ দিনের মধ্যে জেদ্দায় পাঠাতে হবে আরো ৩৬ হাজার ৭৮৯ জন হজ যাত্রীকে।
হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি আরব গেছেন ৯০ হাজার ৪০৯ জন। যাত্রী সংকটের কারণে আজ- সোমবার এখন পর্যন্ত কোনো হজ ফ্লাইট বাতিল হয়নি বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে আগামীকাল সকাল ৮টা পর্যন্ত হজ যাত্রীদের নিয়ে ৯টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এরমধ্যে দুটি ফ্লাইট ছাড়বে চট্টগ্রাম থেকে— এ পর্যন্ত বিমানের ২৫টি হজ ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে, এক দফা সময় বাড়ানোর পর গতকাল শেষ হয় সৌদি দূতাবাসে ভিসার জন্য আবেদনের সময়। শেষ দিন পর্যন্ত ভিসার আবেদন জমা পড়েনি প্রায় ১ হাজার জনের মতো। তবে হজ পরিচালক জানিয়েছেন, প্রয়োজনে বিশেষ বিমানে বাদ পড়াদের জেদ্দায় পাঠানো হবে।