৬ দফা দাবি অবিলম্বে আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চামড়া শিল্প শ্রমিকরা
আব্দুস সাত্তার,সাভার আশুলিয়াঃ
সাভারের চামড়া শিল্প নগরীতে আবাসন ব্যবস্থা, হাসপাতাল, ক্যান্টিন, এডহক ভাতাসহ মোট ৬ দফা দাবিতে শ্রমিক সবাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। অবিলম্বে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চামড়া শিল্প শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে সাভারের হরিনধরা এলাকায় অবস্থিত চামড়া শিল্প নগরীতে “ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন” এর উদ্দোগ্যে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, সাভারের চমাড়া শিল্প নগরীতে এরই মধ্যে বেশ কিছু কারখানা চালু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় সকল কারখানা চালু হয়ে যাবে। কিন্তু এই কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য কারখানা মালিক ও সরকার কোন হাসপাতাল, ক্যান্টিন, আবাসন ব্যবস্থা করেনি।
এমতা অবস্থায় চামড়া শিল্প নগরীতে কর্মরত কয়েক হাজার শ্রমিককে মানবেতর জীপন-যাপন করতে হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা ৬দফা দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
অতি দ্রুত দাবি আদায় না হলে সামনের দিনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান শ্রমিকরা।