রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হয়েছে।
ইসি জানিয়েছে, নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টির সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ঈদের আগে ২৪ আগস্ট থেকে ৬টি দলের সঙ্গে সংলাপ হবে আর ঈদের পর ৬টি দলের সঙ্গে সংলাপের সময়সূচিও চূড়ান্ত হয়েছে। প্রতিদিন দুটি দলের সঙ্গে সংলাপ হবে ইসির। প্রতিটি দলের ১০ জন করে প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে।