রায়-পর্যবেক্ষণের পর মুখোশ উন্মোচিত হওয়ায় বেকায়দায় সরকার
প্রধান বিচারপতিকে হয়রানি করতে সরকার দুদককে ব্যবহার করতে চাইছে– অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণের পর মুখোশ উন্মোচিত হওয়ায় সরকার বেকায়দায় রয়েছে আর একারণেই তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জনরোষ থেকে বাঁচতে আওয়ামী লীগ শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে সরে দাঁড়াবে বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতা গয়েশ্র চন্দ্র রায় অভিযোগ করেন, রায়ে আওয়ামী লীগ সরকারের আসল ফুটে ওঠায় সরকারের নেতা-মন্ত্রীরা আদালত অবমাননা করে বক্তব্য দিচ্ছেন।
আওয়ামী লীগ দেশে গণতন্ত্র চায় না— মন্তব্য করে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে সরকার শেষ নির্বাচন না দিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দেবে।
আরেক সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেন, ষোড়শ সংশোধনীর রায়ের জেরে সরকারের এমপি-মন্ত্রীরা অহেতুক সমালোচনা করছে।
দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেন বিএনপির এ নেতা।