রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার সীমান্তে সতর্ক
মিয়ানমারে আবারো শুরু হওয়া সহিংসতার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড।
এরইমধ্যে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। বিজিবি জানিয়েছে, সকালে টেকনাফের নাফ নদীর জলসীমা অতিক্রম করার সময় ১৪৬ জন রোহিঙ্গাকে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো রোহিঙ্গাদের বেশিরভাগই শিশু, নারী ও বৃদ্ধ।
এর আগে ২০১৬ সালের অক্টোবরে মিয়ানমারে সন্ত্রাসীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর নির্যাতনের শিকার হয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে।