বিচারবিভাগ-প্রধান বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা করছে সরকার
ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সরকার বিচারবিভাগ ও প্রধান বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি নেতারা।
দলটির জ্যেষ্ঠ নেতারা বলেন, রায় এবং এর পর্যবেক্ষণে সরকারের আসল চেহারা ফুটে ওঠায় মন্ত্রীরা আদালত অবমাননা করে বক্তব্য দিচ্ছেন।
এ সময় সরকারের পদত্যাগও দাবি করেছেন বিএনপি নেতারা।
এছাড়া, সুষ্ঠু নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংলাপ কোনো কাজে আসবে না বলেও মন্তব্য তাদের।
সদ্য কারামুক্ত বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে, দলের জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদসহ উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং এর পর্যবেক্ষণের জেরে ক্ষুব্ধ হয়ে আদালত অবমাননা করে বক্তব্য দিচ্ছেন সরকারের এমপি-মন্ত্রীরা।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর প্রধান বিচারপতির সঙ্গে সরকারের মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাক্ষাত প্রসঙ্গে ব্যারিস্টার মওদুদ বলেন, আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে সরকার।