পশুর হাটগুলোতে এখনো জমেনি বেচাকেনা
দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে গরু, ছাগল, ভেড়া, মহিষ আসতে শুরু করেছে। তবে এখনও জমে ওঠেনি বেচাবিক্রি। অনেকেই হাটে আসছেন দরদাম যাচাই-বাছাই করতে।
হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট হলেও পানি ও সার্বক্ষণিক পশু চিকিৎসক না থাকার মতো অব্যবস্থাপনার কথা তুলে ধরেন পশু বিক্রেতারা।
কোরবানির বাকি, এখনও এক সপ্তাহ। এরই মধ্যে রাজধানীর নির্ধারিত ২৩টি পশুরহাটে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসতে শুরু করেছেন কৃষক, খামারি, পাইকাররা।
নগরীর অনেকেই হাটে আসছেন পশুর দরদাম যাচাই-বাছাই করতে, আবার অনেক পরিবারের সব সদস্যই এসেছেন উৎসবের আমেজে কোরবানির পশু কিনতে।
বেচাকেনা ভালো মতো শুরু হতে আরও দুই-তিন লাগবে বলে জানান বিক্রেতারা। তবে, হাটে নানা ধরনের অব্যবস্থাপনার কারণে আর্থিক ক্ষতিসহ নানান সমস্যা পোহাতে হচ্ছে বলে জানান তারা।
হাট কর্তৃপক্ষ বলছেন, সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে হাট এলাকায়। তারপরও কোন সমস্যা হলে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ তাদের।
এখন পর্যন্ত প্রতিটি হাটে পর্যাপ্ত সংখ্যক দেশি গরু-ছাগল দেখা গেলেও, আমদানি করা পশু নেই বললেই চলে।