ঈদের দিনও প্রয়োজনে রাস্তায় থাকবো-নোয়াখালীতে ওবায়দুল কাদের
মোঃ আবদুল্যাহ রানা, নোয়াখালী প্রতিনিধিঃ-
জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে এমন আশাবাদ ব্যক্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, প্রয়োজনে ঈদের দিনও আমরা রাস্তায় থাকবো।’
শনিবার (২৬ আগস্ট) দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌরসভা প্রাঙ্গণে পানিবন্দী অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যানচলাচল স্বাভাবিক রাখতে মহাসড়ক গুলোর কোথাও কোন গরুর হাট বসতে দেয়া হয়নি। ঈদ উপলক্ষ্যে পশুবাহী গাড়ি চলাচল করায় মহাসড়ক গুলোতে একটু যানজট তৈরী হচ্ছে। তবে ঈদের তিন দিন আগে রাস্তায় ভারি যানবাহন, ট্রাক ও লরি চলাচল বন্ধ করে দেয়া হবে। ঈদের সময় ঝড় বৃষ্টি যাই থাকুক না প্রকৌশলীরা ও পুলিশ রাস্তায় থাকবে। যেখানেই গর্ত হবে সেখানেই তাৎক্ষণিক সংস্কার করা হবে। এ পর্যন্ত সড়কের ৭০ ভাগ সংস্কার করা হয়েছে। ঈদের আগে বাকী কাজও সম্পূর্ণ হয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
এরআগে সকালে মন্ত্রী নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন।