গাংনীতে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
গাংনীতে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
মেহেরপুর প্রতিনিধি : আজ ১২ ভাদ্র।কবি নজরুল ইলামের প্রয়াণ দিবস। গাংনীতে প্রেমের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি,সাম্যের কবি , বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ রোববার বিকেলে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম স্যার।
সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও গাংনী উপজেলা সুজন-এর সভাপতি আব্দুর রশিদ।
সভায় প্রধান আলোচক হিসেবে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনাদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন ,ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান এর সহধর্মিনী রোজী আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ,গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মহিবুর রহমান মিন্টু।
এ সময় বক্তব্য রাখেন,গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ রতন সরকার,করমদী কলেজের প্রভাষক এসএম সায়েম পল্টু, গাংনী ফুলকুঁড়ি শিশু শিক্ষালয়ের শিক্ষিকা ও খুলনা বেতারের শিল্পী লাবনী সাহা,সাংস্কৃতিক কর্মী মন্জুর মোর্শেদ শান্তি,আজিজুল হক রানু,সাংবাদিক জুলফিকার আলী কানন,পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির শিশুদের জন্য কর্মসূচীর (গাংনী পৌর-সাহারবাটি ও কাথুলী ইউনিয়ন) সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন,এফএফ আঞ্জু-মান আরা, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক সেলিম রেজা,প্রভাষক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা ও পরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা পরিবেশন করা হয়।
গান পরিবেশন করেন ,গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ,খুলনা বেতারের শিল্পী লাবনী সাহা,সাংবাদিক জুলফিকার আলী কানন,আজিুজুল হক রানু, মাখছুরাতন লাজ, শিশু শিল্পী মহুয়াসহ শিল্পকলা একাডেমীর শিল্পীরা।