বর্জ্য অপসারণে ১২ হাজার পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত: সাঈদ খোকন
কোরবানির পশুর প্রায় ২৫ টন বর্জ্য অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাড়ে ১২ হাজার পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রয়েছেন। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে ছিটানো হবে পাঁচ টন ব্লিচিং পাউডার।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, কোরবানির হাটে অসুস্থ্ পশু এলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের কর্মীদের সঙ্গে সভায় করেন মেয়র সাঈদ খোকন। এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সাঈদ খোকন বলেন, এবার দক্ষিণ সিটিতে দুই লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে। আর বর্জ্য হবে প্রায় ২৫ টন। এসব বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে সিটি করপোরেশন।
কোরবানির হাটে সিটি করপোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি থাকছে ম্যাজিষ্ট্রেট। পাশাপাশি থাকছেন প্রাণী চিকিৎসকরাও আর কেউ হাটে অসুস্থ পশু নিয়ে এলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।