রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ
রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ— সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী এলিস ওয়েলস পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের সময় এ সমর্থন চাওয়া হয়।
এদিকে, মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানকার নাগরিকদের নিরাপত্তা ও তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে মিয়ানমার সরকারের প্রতি আবারও আহবান জানিয়েছেন সংস্থার মহাসচিব।
গত বৃহস্পতিবার রাতে মিয়ানমারের রাখাইন প্রদেশে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই এলাকার বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা শত শত রোহিঙ্গাকে হত্যা করছে বলে আভিযোগ উঠেছে। জীবনের ভয়ে প্রতিদিন শত শত রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসছে।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিশ্ব সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মহাসচিব ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি সহিংসতার মূল অনুসন্ধান এবং সেখানকার নাগরিকদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে মিয়ানমার সরকারকে আবারো আহবান জানিয়েছেন।
রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের সীমান্ত খুলে দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারকে সব ধরনের সহায়তা দেয়ার অঙ্গীকার করেছে সংস্থাটি।
এদিকে, রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে বাংলাদেশ। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলসের সঙ্গে মঙ্গলবার সকালে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
এ সময় এলিস চলমান রোহিঙ্গা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী তাকে রাখাইনের পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং বাংলাদেশ সরকার এ ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছে তা জানান।