শ্রীপুরে মেধাবীদের পুরষ্কৃত করল বিশ্ব বিদ্যালয়ের মেধাবীরা
শ্রীপুরে মেধাবীদের পুরষ্কৃত করল বিশ্ব বিদ্যালয়ের মেধাবীরা
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের শ্রীপুরে মেধাবীদের হাতে মেধাবীরা পুরষ্কৃত হয়েছে। পাবলিকবিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন শ্রীপুর ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা) এ বৃত্তি প্রদান করে। রোববার দিনব্যাপী শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন’র (ঊষার) সভাপতি মেহেদী হাসান বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নাঈমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক কাজী গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রোমানা আলী টুসি, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, পুলিশ হেড কোয়ার্টসের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) মাহফুজুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সরকারী চাকুরীতে কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত ঊষার সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ঊষার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নাঈম জানান, ১১ আগস্ট শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থী ঊষার পরিচালনায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে ৫২ জন মেধাবীকে পুরষ্কৃত করা হয়।