সহিংস নয় আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান চায় বিএনপি
সহিংস পথে নয় বরং আলোচনার মাধ্যমে রাজনৈতিক এবং আগামী নির্বাচনকেন্দ্রিক সংকটের শান্তিপূর্ণ সমাধান চাইছে বিএনপি।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু-অবাধ নির্বাচনের জন্য পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে, ভেঙ্গে দিতে হবে পার্লামেন্ট।
এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে এবং এই ইস্যুতে সরকারকে দৃশ্যমান-কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদ উদযাপন করেছেন ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে।
মঙ্গলবার বিকেলে তিনি রাজধানীর উত্তরার বাসায় সাংবাদিকদের সঙ্গে ইদ শুভেচ্ছা বিনিময় করেন। আলাপচারিতায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে সহায়ক সরকার অপরিহার্য, তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও জাতীয় সংসদ ভেঙে দেয়ার দাবি জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পরই বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেবে বলেও জানান মির্জা ফখরুল।
শান্তিপূর্ণভাবে সংকট সমাধানে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।
এছাড়া, রোহিঙ্গা সংকট নিরসনে তাদের আশ্রয় প্রদান এবং মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।