বেনাপোল পাঠবাড়ি নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যাান তিথি দুই দিনের অনুষ্ঠানে হাজার হাজার ভক্তকুলের সমাগম
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল পাঠবাড়ি হিন্দু সনাতন ধর্মালম্বীদের নামাচার্য শ্রী শ্রী ব্রম্ম হরিদাস ঠাকুরের নির্যান তিথি মহোৎসব -২০১৭ অনুষ্ঠানে এপার বাংলা ওপার বাংলার হাজার হাজার নরনারী ভক্তকুল যোগ দিয়েছে।
গতকাল ৪ সেপ্টেম্বর থেকে আজ ৫ই সেপ্টেম্বর ঐতিহ্যবাহি বেনাপোল হরিদাস ঠাকুরের পাঠবাড়ি সরকারি উচ্চ পযায়ের কর্মকর্তা সহ নানা গুনীজনের আগমন ঘটেছে।
পাঠবাড়ি পুজা উদযাপন কিমটির সাধারন সম্পাদক শ্রী সুসকুর দেবনাথ জানান, ঢাকা চট্রগ্রাম সিলেট নড়াইল সাতক্ষীরা বরিশাল মাদারিপুর সহ দেশের প্রত্যান্ত অঞ্চল থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ভক্তকুল পাঠবাড়ি মন্দিরে নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান তিথিতে যোগদান করেছে। এ ছাড়া ওপার বাংলা থেকে শিল্পী চৈালী রায় তার দল নিয়ে যোগদান করেছেন।
নামাচার্য হরিদাস ঠাকুরেরর বিদগ্ধ আলোচক ছিলেন শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্রী নারায়ন চন্দ্র দেবনাথ, বৈষ্ণব কৃপাপ্রার্থী ভাগবত শাস্ত্রী শ্রী নিতাই দাস বাবাজী ঝিনাইদাহ, ভক্তপ্রবর বৈষ্ণব দাসানুদাস শ্রীমুকুল মিত্র ঢাকা, বিল্লমঙ্গল কৃষ্ণদাস দ্বাদশ শিবকালী মন্দির বুধহাটা সাতক্ষীরা।
লীলা কির্তন পরিবেশনায় ছিলেন শ্রমতি চৈতালী চট্রপধ্যাায় , পুরুলিয়া পশ্চিমবঙ্গ ভারত, নামাচার্য হরিদাস ঠাকুরের সুচক কীর্তন পরিবেশন করেন শ্রী মৎ গবর্ধন মহারাজ ও পার্ষদ বৃন্দ মটাধ্যাক্ষ লোকনাথ আশ্রম তালখড়ি শালিখা মাগুরা, শ্রী চিম্ময় নন্দ দাস বাবজী মহারাজ ও পর্ষদগন, শ্রী শ্রী নিতাই গৌর গোপাল সেবাশ্রম মাগুরা।