রোহিঙ্গাদের অব্যাহত স্রোত সইবার ক্ষমতা বাংলাদেশের নেই: কাদের
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের অব্যাহত স্রোত সইবার ক্ষমতা বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন -সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোহিঙ্গা পরিস্থিতি আওয়ামী লীগ সরকার মানবিক দৃষ্টিতে দেখছে জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে না।
এ বিষয়টি সুরাহা করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে আহ্বান করার করা হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।
সড়ক পথে সারাদেশে ঈদ যাত্রা নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সংবাদ সম্মলেনে সড়ক পথে ঈদ যাত্রা, বিএনপির আন্দোলনসহ নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি দাবি করেন, বন্যায় সড়কে বেশ ক্ষতি হওয়ার পরও এবার সড়ক পথে মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল।
রোহিঙ্গা পরিস্তিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যু সরকার খুব সতর্কতার সঙ্গে মোকাবেলা করছে।
এরইমধ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে উল্লেখ করে তাদের সঙ্গে অবৈধ অস্ত্র আর মাদক আসছে কি না সে সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সঙ্কট সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি।
এসময় বিএনপির ভূমিকা নিয়েও সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, নির্বাচনী আমেজ শুরু হওয়া ভাল, নির্বাচনী আমেজ বা সুবাতাস যখন বইবে সেটা গণগন্ত্রের জন্য সুখবর খারাপ কিছু না।
বিএনপি এখন ‘মাইনকা চিপায়’ রয়েছে মন্তব্য করে কাদের বলেন, সমস্যা হচ্ছে বিএনপি এখন উভয় সঙ্কটে ওই যে হায়দারের (হায়দার আলী) একটা গান আছে না… ‘মাইনকা চিপা’ বিএনপি এখন মাইনকা চিপায় পড়ে গেছে।
তিনি আরো বলেন, একদিকে নির্বাচনে গিয়ে হেরে যাওয়ার ভয় আবার নির্বাচনে না গিয়ে যদি ৫ জানুয়ারির নির্বাচন উত্তর পরিস্থিতির মত বোমা সন্ত্রাস শুরু করে সেটাও জনগণ প্রত্যাখ্যান করবে। এজন্য বলছি মাইনকা চিপায় আছে।
কাদের বলেন, সহায়ক সরকার ব্যবস্থা সংবিধানেই আছে এ নিয়ে আলোচনার কিছু নেই।