টেকনাফের লম্বাবিল সীমান্তে রোহিঙ্গাদের ঢল
নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত দিয়ে স্রোতের মতো বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। গত দুই সপ্তাহে প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী আর শিশুদের।
শুরুতে বাধা দেয়া হলেও এখন কোনোরকম বাধা ছাড়াই নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা। মিয়ানমারের শিকলবাহী সীমান্ত থেকে বাংলাদেশমুখী রোহিঙ্গাদের দীর্ঘ লাইন দেখা যায়।
সেখান থেকে ট্রাক, অটোরিকশা ও পিকআপে করে কক্সবাজারের উখিয়া ও অন্যান্য এলাকায় যাচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা। দুর্দশাগ্রস্ত হাজারো রোহিঙ্গার দিন কাটছে খোলা আকাশের নীচে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী ও শিশুদের। অপুষ্টিতে ভোগার পাশাপাশি অনেক শিশুই ভুগছে ডায়রিয়ায়। রয়েছে পর্যাপ্ত খাবারের সংকট।
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত ৮৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে।
জাতিসংঘ বলছে, গত দুই সপ্তাহে প্রায় এক লাখ ৬৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর ওয়েব সাইটে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আর গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মিয়ানমার থেকে আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি।