গাংনী টেকনিক্যাল এন্ড বি,এম কলেজের উত্তেজনা। পুলিশ মোতায়েন।
জেলা প্রতিনিধি মেহেরপুর:মেহেরপুরের গাংনীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কলেজে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। কলেজ পরিচালনা পর্ষদের কয়েকজন সাবেক সদস্য ও ছাত্রলীগ নেতা কর্মীরা কলেজ চত্তরে অবস্থান নেয় ।আইনশৃংখলা রক্ষার্থে কলেজে পুলিশ মোতায়েন করা হয়।
গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম ফিদা হাসান বলেন,কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিধি বুর্হিভুত ভাবে কলেজে প্রবেশ করবে এমন সংবাদ ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয় । এমত অবস্থায় পুলিশের সহযোগীতা চাইলে আইনশৃংখলা রক্ষার্থে কলেজে পুলিশ মোতায়েন করা হয় ।
এই ঘটনা কে কেন্দ্র করে সাবেক কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ,বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মি ও বিভিন্ন গন মাধ্যম এর প্রতিনিধিরা কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয় । কলেজ সুত্র বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় বরখাস্তকৃত অধ্যক্ষ আবুল কালাম আজাদ,(স্বপন) একাধিক ফোজদারী মামলার এজাহার ভৃক্ত আসামী ।
গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সাবেক সদস্য মীর আব্দুল হামিদ এর কাছে জানাতে চাইলে তিনি বলেন আবুল কালাম আজাদ ২০১৩ সালের ২৪ ডিসেম্বর , আনুমানিক রাত ১১টার সময় গাংনী পৌরসভার ১নং ওয়াডের বাশবাড়ীয়া আ:লীগএর সাধ: সস্পাদক নুরুল আমিন কে হত্যা করে পালিয়ে যায়। সে থেকে অদ্যাবধি পলাতক থাকা অবস্থায় বিধি বুর্হিভুত ভাবে কলেজে আবুল কালাম আজাদ কলেজে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে ছাত্রলীগ ও আমরা সাবেক সদস্য বৃন্দ কলেজে অবস্থান নিয়েছি। তিনি আরো বলেন, আবুল কালাম আজাদ কুখ্যত রাজাকারের সস্তান।তার বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা নুরুল আমিন হত্যা সহ নাশতকার মামলা রয়েছে। এছাড়া পূর্্েবর কমিটি আবুল কালাম আজাদ স্বপন কে বরখান্ত করে। এখন অধ্যক্ষ পদ ও সার্বিক বিষয়ে মিথ্যাচার করছেন।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, গাংনী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজে উত্তেজনা চলছে এমন সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গাংনী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এডহক কমিটির সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান জানান,ছুটিতে থাকায় তিনি কলেজ সম্পর্কে কিছু জানেনা।
গাংনী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন বলেন,শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৮-০৭-১৭ ইং তারিখে কলেজের সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামানের কাছে যোগদান করে কলেজে কর্মরত রয়েছি। তিনি আরো বলেন তার নামে বর্তমানে কোন মামলা নেই।
পূর্বের ম্যানিজিং কমিটির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মো: মকবুল হোসেন বলেন,আবুল কালাম আজাদকে বিধি মোতাবেক বরখান্ত করা হয়েছিল। সে আওয়ামীলীগ নেতা নুরুল আমীন হত্যা মামলার আসামী। এছাড়া যে কোন ঘটনায় উত্তেজনা দেখা দিলে পুলিশ তো ব্যবস্থা নিতেই পারে। তবে আবুল কালামের কর্মকান্ড নিয়ে বাঁশবাড়িয়া গ্রামের লোকজন ক্ষুদ্ধ।