বরিশাল বিভাগেও শ্রেস্ঠ সভাপতি হলেন শিক্ষানুরাগী কামাল।
এম ইউ মাহিম জেলা প্রতিনিধি ভোলা। দ্বীপজেলা ভোলার দক্ষিন দিঘলধী ইউনিয়নের সাধারন জনতার আপনজন,গরীব দুঃখী মেহনতী মানুষের প্রিয় অভিবাবক,বিশিস্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী,ও রাজনীতিক বানিজ্যমন্ত্রী মহোদয়ের মায়ের নামে প্রতিস্ঠিত বাংলাবাজার ফাতেমা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ভোলা শিক্ষা অফিস হতে তাকে শ্রেস্ঠ সভাপতি হওয়ার খবরটি নিশ্চিত করা হয়। ইতঃপুর্বে তিনি ভোলা জেলার প্রাথমিক বিদ্যালয়ের শেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এখন বিভাগীয় পর্যায়েও শ্রেস্ঠত্বের মুকুট পেয়েছেন শিক্ষানুরাগী এ সমাজসেবক। খোঁজ নিয়ে জানা যায় দলমতের উদ্ধে উঠে সাধারন মানুষের কল্যান করাই তার একমাত্র ব্রত। নিজ এলাকার সাধারন জনতার নয়নমনি হয়ে শিক্ষার অন্ধকার হতে নিজ এলাকায় আলো আনার জন্য নিরলসভাবে কাজ করছেন নিরহংকারী সাদামনের শিক্ষানুরাগী এ সমাজসেবক। আর তাই শুধু বাংলাবাজার ফাতেমা খাঁনম প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিই এলাকাবাসী ও অভিবাবকমহল তাকে নির্বাচিত করেন নি।এলাকাবাসী ও অভিবাবকদের অনুরোধে দায়িত্ব নিয়েছেন বাংলাবাজার ফাতেমা খাঁনম মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য ও মাসুমা খাতুন আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব। তিনি যে সকল শিক্ষা প্রতিস্ঠানের দায়িত্ব গ্রহন করেছেন তার হাতের ছোয়ায় আর ডাইনামিক বুদ্ধিদীপ্ত পরিচালনায় সকল শিক্ষা প্রতিস্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ বিরাজ করছে।তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মেধা মনন প্রফুল্ল করতে ফুলের বাগান তৈরী করাসহ শিক্ষার্থীদের খেলার সামগ্রী, দরিদ্র শিক্ষার্থীদের বই,খাতা,কলম ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করছেন।বিভিন্ন প্রতিযোগীমুলক ইভেন্টের আয়োজন করে ছাত্র/ছাত্রীদের পুরস্কৃত করছেন।শিক্ষার্থীদের মায়েদের নিয়ে মা সমাবেশ করেছেন।তার এসব ব্যতিক্রমী উদ্যোগের কারনেই তিনি শ্রেস্ঠত্বের মুকুট অর্জন ও অভিবাবক মহলের আস্থা অর্জন করেছেন বলে জানান এলাকার সচেতন সুধী মহল। এ বিষয়ে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন তার এ অর্জন বিদ্যালয়ের শিক্ষার মানকে আরও ত্বরান্বিত করবে।তাকে আমাদের অফিস হতে যে কোন সহায়তা দিতে আমরা প্রস্তুত রয়েছি। এ বিষয়ে কামাল হোসেনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, জীবনে সংগ্রাম করে বড় হয়েছি, লেখাপড়া করে শিক্ষিত হয়েছি।নিজ এলাকায় শিক্ষার আলো প্রস্ফুটিত করতে যা কিছু প্রয়োজন আমি আমার সর্বোচ্চ অবস্থান হতে মাননীয় বানিজ্যমন্ত্রী মহোদয় ও তার পুত্র মাইনুল হোসেন বিপ্লবের সহযোগীতায় করব ইনশাআল্লাহ। তার বিভাগীয় পর্যায়ে শেস্ঠ সভাপতি হওয়ার খবরে বাংলাবাজার ফাতেমা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা অভিবাবকমহল,এলাকাবাসী ও শিক্ষার্থীবৃন্দ তাকে নিরন্তর শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।