শতভাগ বিদ্যুতের আওতায় কোটচাঁদপুর উপজেলা ভিডিও কনফারেন্সে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
৭৬ কোটি টাকা ব্যায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। ১০.০৯.২০১৭ ইংরোববার দুপুরে গনভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন কর্যক্রমের উদ্বোধর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এ উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রেবেকা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খাতুন, ঝিনাইদহ পল্লী বিদ্যূতের জিএম প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ও জেলার সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, নিাইদহ পল্লী বিদ্যুত সমিতি ৭৬ কোটি টাকা ব্যায়ে কোটচাঁদপুরে ৪৪৪ কিলোমিটার লাইন নির্মান করেছে। ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি উপকেন্দ্রের মাধ্যমে উপজেলার ২৫ হাজার ২৫৯ জন গ্রাহকে বিদ্যুত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন, স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭২ সালে রচিত সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে নগর ও গ্রামাঞ্চলে জীবনযাত্রার মানের বৈষম্য দুর করতে গ্রামাঞ্চলের আমুল রুপান্তর সাধনের অঙ্গীকার করা হয়। সেই আলোকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ২০১৭ সালের জুন মাস নাগাদ দেশের ৪৬০টি উপজেলায় ৮০টি পল্লী বিদ্যুত সমিতি এলাকায় ৩ লাখ ৫১ হাজার কিলোমিটার লাইন নির্মান করে ১ কোটি ৯৫ হাজার পরিবারকে বিদ্যুত সুবিধা প্রদান করা হয়েছে যা এই সরকারের বড় সাফল্য।