অসদাচরণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সাত দিনের মধ্যে জবাব চেয়ে ধর্মীয় শিক্ষক আব্দুল আওয়ালকে নোটিশ দিয়েছে স্কুল গর্ভনিং কমিটি।
প্রধান শিক্ষকের নিকট ওই ছাত্রীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্কুল গর্ভনিং কমিটির সভায় এ সিরাজশাহীর বাঘায় উপজেলার খায়েরহাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীর সাথে দ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঞ্জুর সরকার। ওই দিনই শিক্ষক আব্দুল আওয়ালকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।
এদিকে শিক্ষকের বিচারের দাবিতে আগামী সোমবার স্কুল ঘেরাও কর্মসূচি দিয়েছে এলাকাবাসী। ছাত্রীর অভিযোগ সূত্রে জানা গেছে, ২৯ আগষ্ট স্কুল ছুটির পর ওই বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া হিন্দু ধর্মালম্বী এক ছাত্রীর সাথে অসদাচরণ করেন বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক আবদুল আওয়াল। পরে ওই ছাত্রী প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে স্কুল গর্ভনিং কমিটির সভায় শিক্ষক আব্দুল আওয়ালকে সাত দিনের মধ্যে জবাব চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। স্থায়ীভাবে চাকরি থেকে কেন তাকে বরখাস্ত করা হবেনা,তা জানাতে চাওয়া হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাবিল উদ্দিন বলেন, গত ২৯ আগষ্ট স্কুল ছুটি হয়ে যায়। ওই দিন দশম শ্রেণির ছাত্রী শিক্ষক আব্দুল আওয়ালের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করে। শোকজ নোটিশটি ডাকযোগে শিক্ষকের বাড়ির স্থায়ী ঠিকানা, উপজেলার বলিহার গ্রামে পাঠানো হয়েছে। জবাবসহ তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক বলেন, বিষয়টি নিয়ে স্কুলের আশে-পাশের লোকজনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।