সংসদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে বিএনপি বিস্মিত
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় জাতীয় সংসদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব না আনায় বিএনপি বিস্মিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে প্রধানমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গাদের দেখতে যাওয়ায় ও ত্রাণ বিতরণ করায় তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, শরণার্থী রোহিঙ্গাদের সঙ্গে যেন কোনো সন্ত্রাসী দেশের ভেতর অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় মহাসচিব অভিযোগ করেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে সরকার।
রোহিঙ্গা ইস্যুতেও রাখাইনে নির্যাতনের কারণে মিয়ানমারের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব না তোলার সমালোচনা করেন তিনি।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব সেইসঙ্গে রোহিঙ্গাদের দেখতে প্রধানমন্ত্রীর কক্সবাজার যাওয়ার ঘটনায় বিএনপি খুশি বলে জানান।
সভায় বিএনপির অন্য নেতারাও কথা বলেন রোহিঙ্গা ইস্যু নিয়ে।
এসময় সহায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।