শ্রীপুরে মাওনা চৌরাস্তার ব্যবসায়ীদের উদ্যোগে নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ
টি.আাই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলার শ্রীপুরে মাওনা চৌরাস্তার ব্যবসায়ীদের উদ্যোগে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের মাঝে ত্রাণ বিতরণ করা হযেছে । ইয়াকুব আলী মাষ্টার টাওয়ার, ইয়াকুব আলী সুপার মার্কেট ১ ও ২নং ব্যবসায়ীদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় । গত (১৩ সেপ্টেম্বর বুধবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের টেকনাফের ঠ্যাংখালী বিদ্যালয় মাঠ ও পালং বাজার এলাকায় থাকা প্রায় ৩ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয় । চিড়া, চিনি, পানি, স্যালাইন, বস্ত্র বিতরণ করা হয়েছে । এছাড়াও ২টি টয়লেট ও একটি নলকুপ বসানোর জন্য ঠ্যাংখালী শরনার্থী শিবিরের কোম্পানী কমান্ডার সুবেদার সাজেদুল ইসলামের হাতে নগদ অনুদান দেয়া হয়েছে । ইয়াকুব আলী মাষ্টার টাওয়ার ও ইয়াকুব আলী সুপার মার্কেটের সত্বাধিকারী শহীদুল্লাহ শহীদ ও উভয় মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয় । ৯ সেপ্টেম্বর শনিবার থেকে ব্যবসায়ীদের উদ্যোগে সাড়া দিয়ে স্থানীয় অনেকেই সহযোগিতা করেন । দুই দিন ধরে এসব ত্রাণ সামগ্রী প্যাকেট করে, ১১ সেপ্টেম্বর রাতে ত্রাণবাহী একটি ট্রাক ও ৩২জন সেচ্ছাসেবী নিয়ে টেকনাফের উদ্দ্যেশে রওনা হন তারা । ত্রাণ বিতরণে আবুল বাশারের নের্তৃত্বে সহযোগিতা করেন, সাংবাদিক ও ব্যবসায়ী সাইফুল আলম সুমন, রুহুল আমিন, বাবুল আহম্মেদ, রফিকুল ইসলাম, হাজী আব্দুস ছাত্তার, সেলিম শেখ, জাহাঙ্গীর আলম, শেখ আনার, ইকবাল হোসেন, মিজানুর রহমান, জামাল উদ্দিন, শাপলা, সবুজ ঢালী, জুয়েল রানা সহ আরো অনেকেই । বিশেষ ভাবে সহযোগিতা করেন, কোম্পানী কমান্ডার সুবেদার সাজেদুল ইসলাম, সার্জেন্ট হাবিলদার হাবিবুর রহমান,আল-আমিন সহ ৩৪ বিজিবি ব্যাটেলিয়ান। ত্রাণ বিতরণ শেষে সকলেই নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের মাঝে নগদ অর্থ দিয়ে আর্থিক সহযোগিতা করেন ।