বেনাপোল ও শার্শায় ২৬ পূজামন্ডপে শারদীয় দুর্গাোৎসবের প্রস্ততি
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। সারা দেশের মতো বেনাপোলেও চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। চলছে রং-তুলির কাজ। প্রতিমাশিল্পীরা রং-তুলির কাজ নিয়ে পার করছেন ব্যস্ত সময়।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এবার ২৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এর মধ্যে শার্শা থানায় রয়েছে ১৭টি ও বেনাপোল পোর্ট থানার ৯টি মণ্ডপ। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। চলছে রং-তুলির কাজ।
প্রতিমাশিল্পীরা তাদের হাতের কারুকার্য ও রং-তুলি দিয়ে প্রতিমাগুলির সোন্দর্যবর্ধন করতে ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু মণ্ডপে সব প্রস্ততি সম্পন্নের পর চলছে স্টেজ ও অন্য ডেকোরেশনের কাজ।
সবার সুখ ও মঙ্গল কামনায় মায়ের আগমন ঘটবে এবার। অশুভ শক্তি ও অসুর শক্তির হবে বিনাশ। পৃথিবীর সুন্দর ও শ্বাশত সুন্দরের জয় হবে। এমনটাই আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতি বছরের মতো এবারও প্রতিটি পূজামণ্ডপে সরকারি ও রাজনৈতিক দলগুলো চাল ও নগদর অর্থ বিতরণ করবেন। মণ্ডপগুলিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আনসার ও গ্রাম পুলিশের সঙ্গে পুলিশের তিনটি মোবাইল টিম কাজ করবে বলে জানা যায়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ জানান, চলতি মাসের ২৫ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হচ্ছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে পূজা উদযাপন পরিষদের উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। তারা বলেছেন, মণ্ডপগুলোতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেবেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, পূজা চলাকালীন মণ্ডপগুলোতে যেন কোনো প্রকার আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। ইতোমধ্যে আমরা পূজা উদযাপন কমিটিগুলোর সঙ্গে এনিয়ে মতবিনিময় সভা করেছি।