ভারতে পাচার ৫ তরুণীকে বেনাপোলে হস্তান্তর
শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি।। ভালোকাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি তরুণীকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটকের পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার (২২সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশের কাছ থেকে Bnwla নামে একটি বেসরকারি সংস্থা তাদেরকে গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আনা তরুণীরা হলেন-ভোলা জেলার সেলিমের কন্যা সুমা(১৮),ভোলা জেলার হোসনায়ারা(১৭), পিরোজপুর জেলার শিল্পী আক্তার (১৭)ফটিকছড়ি জেলার সেলিনা আক্তার(১৯),সুনামগঞ্জ জেলার জেসমিন আক্তার (১৬)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপ-পরির্দশক (এসআই) ফজলুর রহমান জানান, ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদের ফেরত আনা হয়েছে।
Bnwla নামে একটি বেসরকারি সংস্থা তাদেরকে যশোরে নিয়ে জান। এদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় কেউ যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।