রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপের আহ্বান প্রধানমন্ত্রীর
দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার জন্য চাপ তৈরি করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে সংস্থাটির মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়।
এসময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেন, তাদেরকে তাদের দেশে ফিরে যেতে হবে— ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে আপনারা আন্তর্জাতিক চাপ তৈরি করার ব্যবস্থা করুন।
গত ২৪ আগস্ট রাতে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলার পর দেশটির সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন করে দমন অভিযানে নামে।
সেনাবাহিনীর চলমান অভিযানে গত প্রায় এক মাসে চার লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
তারা বলেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে— রোহিঙ্গা নারীদের ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান আইওএম মহাপরিচালক— আগামী মাসের শুরুতেই তিনি বাংলাদেশ সফর করবেন বলেও জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব বলেন, উনি (উইলিয়াম) এটাও বলেছেন, সবাই এখন চেষ্টা করছে অং সান সু চির ওখানে গিয়ে তাকে বলতে যে, এটা (দমন-পীড়ন) বন্ধ করে তাদেরকে ফেরত নিয়ে যেতে।
এদিকে মঙ্গলবার দুপুরে ওইআইসির কোর কমিটির বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানান শহীদুল হক।
বুধবার সকালে এস্তোনিয়ার প্রেসিডেন্ট কার্টসি কালজুলেডের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়া নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠক হয়েছে বাংলাদেশের সরকার প্রধানের।