বগুড়ার ধুনটে সনাতন ধর্মালম্বীদের পুজা মন্ডপ সজ্জিত
কারিমুল হাসান লিখন, ধুনটঃ
সারা দেশে শ্বারদীয় দূর্গাপুজার উৎসবের অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলার সনাতন ধর্মালম্বীদের পুজা মন্ডপ গুলো সজ্জিত হয়েছে বাহারী ভাবে। দেবীর অকালবোধনের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনে মেতে উঠবে ধুনটের বিভিন্ন এলঅকার মন্দির এবং মন্ডপগুলো। ইতিমধ্যেই মন্ডপ এবং মন্দিরগুলোতে সকল কাজ সম্পুর্ন হয়েছে। সোমবার ধুনটের বিভিন্ন মন্ডপ ও মন্দিরগুলোতে সরজমিনে ঘুরে দেখা যায়, দেবী দুর্গাসহ অন্যান্য মুর্তিগুলোর সাজসজ্জ্বায় ভরে উঠেঠে। রঙ আর তুলির আঁচড়ে মায়ের সাজসজ্জা ইতিমধ্যে পরিপূর্ন। মুর্তি সাজানোর পাশাপাশি মন্ডপ সাজাতেও ব্যাস্ত সময় পার করছে ভক্তরা। কর্কশিটের ওপর রঙতুলি দিয়ে আঁকা হয়েছে নানা রকমের চিত্র। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় আলোকসজ্জা, ফটকের বাঁশের ফ্রেম তৈরি করা হয়েছে। অলিগলিতে সাজানো হয়েছে রঙ-বেরঙের আলোকসজ্জা । বাংলাদেশ পুজা উদযাপন কমিটি ধুনট উপজেলা শাখার দেয়া তথ্য অনুযায়ী এবার ধুনট উপজেলায় মোট ২৭ টি পুজা মন্ডপ প্রতিষ্ঠা হয়েছে। ধুনট পৌরসভার মধ্যে ৪টি, কালেরপাড়া ইউনিয়নের মধ্যে ৩টি, চিকাশী ইউনিয়নে ১টি,এলাঙ্গী ইউনিয়নে ৩টা, গোসাইবাড়ী ইউনিয়নে ৫টা, ধুনট সদরে কুঠিবাড়ীতে ১টা, ভান্ডাবাড়ী ইউনিয়নে ২টা, গোপালনগর ইউনিয়নে ৩টা, মথুরাপুর ইউনিয়নে ৫টা। এ ছাড়াও বিভিন্ন রকমের অস্থায়ী দোকানে আরও মুখরিত হয়েছে উপজেলার প্রতিটি পুজা মন্ডপ। এদিকে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুজোউৎসব নির্বঘœ করতে উপজেলার সকল পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।