সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে এগিয়ে নেয়ার আহ্বান রাষ্ট্রপতির
ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। দুর্গাপূজার সঙ্গে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি।
তিনি বলেন, ধর্মীয় উৎসবের পাশাপাশি দেশের জনগণের মাঝে পারস্পারিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে দুর্গাপূজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবে তাদেরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় উৎসবের পাশাপাশি দেশের জনগণের মাঝে পারস্পারিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে এসব উৎসব গুরুত্বপূর্ণ।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। ধর্মীয় উগ্রবাদ বর্তমানে বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে, সম্মিলিতভাবে তা প্রতিরোধের আহ্বান জানান রাষ্ট্রপতি।