বাংলাদেশ সমাধান চায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের উদ্যোগে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তুতিমূলক সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘নিজ দেশ মিয়ানমারে রোহিঙ্গারা জাতিগত নিধনের মুখোমুখি হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশে সম্পদ ও খাবারে পর্যাপ্ত না থাকলে, আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। এরআগ থেকে বাংলাদেশ তিন দশক ধরে ৪০ হাজার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে।
তিনি আরও বলেন, ‘জোর করে পাঠিয়ে দেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ বহুমুখী সমস্যা পড়ছেন। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে চায় বাংলাদেশ।’