বাকেরগঞ্জ পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত
উত্তম কুমার, বাকেরগঞ্জ ॥
বাকেরগঞ্জ থানা পুলিশে উদ্যোগে ১ অক্টোবর (রবিবার) ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটরিয়ামে সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটি পুলিশ সদস্যরা মতবিনিময় করেন। এই সময় পুলিশ কর্মকর্তাদের সামনে নাগরিকেরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরেন। উপস্থিত বক্তরা বাকেরগঞ্জ উপজেলায় মাদকের বিস্তৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বাপারে পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বিপিএম। আরও উপস্থিত ছিলেন, অতরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার মো: মফিজুল ইসলাম, বাকেরগঞ্জ সার্কেল, এএসপি প্রোফেশনাল শারমিন সুলতানা রাখি, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আলহাজ্ব এএসএম জুলফিকার হায়দার প্রমুখ। এছাড়ও বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিমসহ নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার কিছু কিছু গ্রামেও এখন মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকার বৃদ্ধ থেকে শুরু করে কিশোরেরাও মাদক সেবন করছে। তারা আরও বলেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও পুলিশ এলাকায় যায় না। ফলে এলাকার ছাত্র ও যুব সমাজ মাদকের নেশায় জড়াচ্ছে। বরিশাল জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম বিপিএম বলেন, সাধারণ জনগণের সহায়তা পেলে মাদক ব্যবসায়ীরা নির্মূল হবে। অপরাধ কমাতে কমিউনিটি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।