কলেজগুলোতে আত্তীকরণের মহৎ উদ্যোগকে প্রশ্ন বিদ্ধ করারও চেষ্টা চলছে
জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত আলাদা বিধিমালা করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি।
এ সময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি সদস্য সচিব মো. শওকত হোসেন বলেন, বিসিএস পরীক্ষা না দিয়ে জাতীয়করণকৃত শিক্ষকদের শিক্ষা ক্যাডার বানানো যাবে না।
দাবি আদায়ের জন্য প্রয়োজনে সরকারি বিধি অনুযায়ী আন্দোলনসহ আইনিভাবে মোকাবেলার কথা জানিয়েছেন সংগঠনের নেতারা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের অধিকার ও মর্যাদা রক্ষাকল্পে বিভিন্ন কলেজের শিক্ষকদের ক্যাডারে আত্তীকরণ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি।
এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিসিএস শিক্ষা ক্যাডাররা দাবি করেন, ক্যাডার হতে বেশ কিছু ধাপ পেরুতে হয়েছে তাদের কিন্তু হঠাৎ করে বিভিন্ন কলেজের শিক্ষকরা আত্তীকরণের মাধ্যমে শিক্ষা ক্যাডার হয়ে যাবে। এত করে যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারের প্রতি সবার সম্মান ও আগ্রহ কমে যাবে।
সংগঠনের আহ্বায়ক বলেন, কলেজ ও শিক্ষকদের আত্তীকরণের বিষয়ে জাতীয় শিক্ষানীতি-২০১০ মানা হচ্ছে না আর কলেজগুলোতে আত্তীকরণের মহৎ উদ্যোগকে প্রশ্ন বিদ্ধ করারও চেষ্টা চলছে।