গাংনীতে স্থলবন্দও বাস্তবায়নের দাবিতে ৮১সদস্য কমিটি প্রকাশ
মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের গাংনী উপজেলায় স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে । আজ বুধবার বিকেলে গাংনী বাস স্ট্যান্ড চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের মূখপাত্র আরিফুল ইসলাম সোবহান ও ভারপ্রাপ্ত মূখপাত্র এবং সমন্নয়কারী আব্দুস সামাদ সোহাগ। এছাড়াও কমিটির কার্যকরী সদস্য হিসাবে আছে, আবুল কালাম, মাসুদ পারভেজ,ইসমাইল হোসেন, মোঃ শিপু,তৌহিদুল ইসলাম তৌহিদ, বিপ্লাব হোসেন,আলালউদ্দিন রেন্টু, হাসান রাজা সেন্টু,জাকিরুল ইসলাম,মানিক হোসেন,ইমরান হাবীব, রাজউদ্দিন রাজু, শাওন,মোঃহাসিব,এহসান কবির সবুজ,সাইফুল ইসলাম রতন,মৃদুল,আসিফ ইকবাল অনিক,জাহাঙ্গীর আলন,রেজাউল করিম,ওয়ালেদ আল যাবের প্লাবন,মশিউর রহমান পলাশ,হৃদয়,চঞ্চল, তুহিন রেজা,শামিম ছিদ্দিক তপু,তানজিদ আহমেদ অনি, মখলেস,রেজা,নাজমুল,জিবন,ডলার,হাফিজুলইসলাম,ইকরামুলহক,ইন্তাদুল ইসলাম,জিবন,জনি,টুটুল, সেন্টু,সবুজ,সোহেল জোয়ার্দার,মোহন,ডালিম,সবুজ,রুবেল,রাসেল আরিফ,পলাশ,শিশির,চপল,সজিব,জয়,অংকন,লিখন,শিমুল,ইমরান,লিটন,মামুন, হিরোক,সজিব,লিখন,জাকারিয়া,সাহাবুদ্দিন,ইসরাফিল,রবিন,আকাশ,সজিবুল,সপন,অনিক,সরিফুল,সুজন, রনি,কৌশিক,জুয়েল,মামুন, রাসেলকমিটির মূখপাত্র আরিফুল ইসলাম গাংনীতে স্থলবন্দরের দাবীটি গনদাবীতে রুপান্তরিত করার লক্ষে তার সংগঠন কাজ করবে।
আর্থসামাজিক উন্নয়নে জননেত্রি শেখ হাসিনা সরকারেরর উন্নয়নের জোয়ারের অংশ হিসেবে গাংনীতে স্থলবন্দর প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। জেলার অন্য সিমান্ত পয়েন্ট গুলোর চাইতে গাংনী উপজেলার সিমান্ত পয়েন্ট গুলি স্থলবন্দরের জন্য অনেক বেশি উপযোগি।তাছাড়া আপনারা জানেন কুষ্টিয়া দৌলতপুরের প্রাগপুর একটি স্থল বন্দরের জন্য প্রস্তাবিত জায়গা হলেও ভৌগলিক কারনে ও অভিন্ন নদীর কারনে সেটি হয়তো বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা তাই আমরা সেটির বিকল্প হিসেবেও দৌলতপুরের পার্শবর্তি অঞ্চল হিসেবেও স্থল বন্দরের দাবিদার